দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল-অবরোধের মধ্যে হাইকোর্টে বেঞ্চ বসাতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

একই সঙ্গে হরতাল-অবরোধে বিচারকার্য পরিচালনার জন্য বিচারপতিদের ১০০ ভাগ ঝুঁকি ভাতা প্রদান এবং সুপ্রিম কোর্ট বারের আইনজীবীদের গ্রেফতার না করার নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় বুধবার এ রিটটি দায়ের করেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।

রিটে আইন, স্বরাষ্ট, অর্থ ও মন্ত্রী পরিষদের সচিব, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বিবাদী করা হয়েছে।

হরতাল-অবরোধে হাইকোটের বেঞ্চ না বসানোর কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে না এবং এ রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধে বেঞ্চ বসানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিবাদীদের প্রতি রুল জারির আবেদনও করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, হরতাল-অবরোধে যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ পরিচালনা করে। সেহেতু হাইকোর্টের বেঞ্চ সমূহ বসা প্রয়োজন।

আবেদনে উল্লেখ করা হয়, এ বছর ৩৬৫ দিনের মধ্যে হাইকোর্টের বেঞ্চ বসেছে মাত্র ৯২ দিন। এভাবে আদালত বন্ধ থাকলে বিচারকার্য পরিচালনায় ধীরগতি আসবে এবং মামলার জট দিন দিন বাড়বে। যার পরিপ্রেক্ষিতে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হবেন।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/আরকে/জানুয়ারি ০৮, ২০১৪)