দ্য রিপোর্ট ডেস্ক : হারের বৃত্তে আটকে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন বছরে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে স্যান্ডারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ক্লাবটি। এর মধ্যদিয়ে টানা তৃতীয় ম্যাচে হারের স্বাদ নিয়েছে ডেভিড ময়েসের দল।

ম্যানইউর বিপক্ষে জয় পাওয়ায় উৎফুল্ল ছিল স্যান্ডারল্যান্ড শিবির। কারণ ২০০০ সালের পর প্রথমবারের মতো রেডডেভিলসের বিপক্ষে জয়ের উৎসব করেছে তারা। আগামী ২২ জানুয়ারি ম্যানইউর মাঠে দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা।

ঘরের মাঠে শুরুতেই প্রতিপক্ষের ভুলে লাভবান হয়েছে স্যান্ডারল্যান্ড। কারণ রায়ান গিগস ভুলে বল জড়িয়েছেন নিজেদের জালে। তাই আত্মঘাতী গোলের ফাঁদে পড়েই এই অর্ধে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে ম্যানইউ।

বিশ্রামের পর ধাক্কা সামলে সমতায় ফিরেছিল ম্যানইউ। ৫২ মিনিটে সফরকারীদের হয়ে গোল করেছেন নেমেঞ্জা ভিদিচ। ৬৫ মিনিটে ভাগ্য সহায়তা করেছিল স্যান্ডারল্যান্ডকে। তাই পেনাল্টির কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা। স্পট কিক থেকে গোল করেছেন বোরিনি।

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ৮, ২০১৪)