দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জামিন নামঞ্জুর করে ৫ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ এবং খন্দকার মাহবুব হোসেন ও ফজলুল হক মিলনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মহানগর হাকিম আমিনুল হকের আদালতে বুধবার দুপুরে করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বিকেল সোয়া ৪টার দিকে এ আদেশ দেন বিচারক।

এর আগে রমনা জোনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে গত শনিবার ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার বিএনপির তিন নেতার সাতদিনের রিমান্ড চায় পুলিশ।

রমনা থানায় দায়ের করা মামলার তদন্তকারী এসআই ঠাকুর দাস রিমান্ড আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, অ্যাডভোকেট সানাউল্লাহ মিঞা, মাসুদ তালুকদার।

রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আবদুল্লাহ আবু ও এপিপি শাহ আলম তালুকদার।

উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে মঙ্গলবার আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/এনডিএস/এএল/ জানুয়ারি ৮, ২০১৪)