দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ জানুয়ারি দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বিচ হ্যাচারী। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৯.৪০ শতাংশ বা ২.৭ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে সিনোবাংলার শেয়ার দর বেড়েছে ৯.৩৭ শতাংশ বা ২.৭ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৯.১৩ শতাংশ বা ১.৭ টাকা, বিডি বিল্ডিংয়ের শেয়ার দর বেড়েছে ৬.০৩ শতাংশ বা ১.৪ টাকা, বেক্সিমকোর ৫.৮৮ শতাংশ বা ২ টাকা, জিপিএইচ ইস্পাতের ৪.৯৯ শতাংশ বা ২.৬ টাকা, ৫ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.৭৪ শতাংশ বা ৮ টাকা, ইউনাইটেড লিজিংয়ের ৪.৫৬ শতাংশ বা ১.৫ টাকা, জিএসপি ফাইন্যান্সের ৪.৫১ শতাংশ বা ১.৩ টাকা এবং ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪.২৮ শতাংশ বা ১.৫ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ৮, ২০১৪)