নোয়াখালীতে যুবকের মৃতদেহ উদ্ধার
নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর দারোগা সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেলাল হোসেনের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।
বেলাল হোসেন বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির কালিকাপুর গ্রামের সামছুল হক মাস্টার বাড়ির সৌদি প্রবাসী ছায়েদুল হকের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে গুলি করে দারোগা রাস্তার পাশে ফেলে রাখা হয়।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
(দ্য রিপোর্ট/এইউ/এফএস/এমএআর/জানুয়ারি ০৮, ২০১৪)