দিরিপোর্ট২৪ নারায়ণগঞ্জ সংবাদদাতা : নগরীর ডিআইটি চত্বরে রবিবার দুপুরে পুলিশ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মতিন নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মুক্তির দাবিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ১টায় নগরীর ডিআইটি চত্বরে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দিলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ এক পর্যায়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে মতিন নামে এক শিবিরকর্মী আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ সদর থানায় নেওয়া হয়। এ ঘটনায় আহত হয়েছে ছয়জন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঞ্জুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, নগরীর মন্ডলপাড়া পুল এলাকা থেকে শিবিরকর্মীরা ঝটিকা মিছির বের করে ডিআইটি’র দিকে আসতে থাকে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

(দিরিপোর্ট২৪/এনএ/এমএআর/জেএম/অক্টোবর ০৬, ২০১৩)