চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, চালক আটক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা এলাকায় বুধবার বিকেলে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালককে আটক করেছে।
নিহতের নাম মিনহাজ আলী (৬)। সে পালশা মধ্যপাড়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, বিকেল পৌনে ৫টার দিকে পালশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মিনহাজকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালককে আটক করে এবং ট্রাকটি থানায় নিয়ে আসে।
(দ্য রিপোর্ট/এআর/এফএস/এমএআর/জানুয়ারি ০৮, ২০১৪)