দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসেন। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি মঞ্চ নাটকেও অভিনয় করছেন। এটিএন বাংলায় বুধবার রাত ৮টায় প্রচার হবে তার অভিনীত ধারবাহিক ‘প্রজ্ঞা পারমিতা’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন যুবরাজ খান ও মাতিয়া বানু শুকু। নাটক ও অন্যান্য বিষয় নিয়ে দ্য রিপোর্টের সঙ্গে আলাপ করলেন তানিয়া হোসেন।

দ্য রিপোর্ট : কি নিয়ে সময় পার করছেন এখন?

তানিয়া : মহড়া করছি। যারা থিয়েটার স্কুলে ছিল, তাদের সংগঠন ‘থিয়েটার স্কুল প্রাক্তনী’ থেকে একটি নতুন নাটক করছি। বুদ্ধদেব বসুর কাব্যনাট্য অবলম্বনে জয়িতা মহলানবীশের নির্দেশনায় ‘প্রথম পার্থ।’২০ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে নাটকটির প্রেস শো করবো।

দ্য রিপোর্ট : নিজের দল নাগরিক নাট্যসম্প্রদায়ে অভিনয়ের কি খবর?

তানিয়া : এখন আপাতত কোনো কাজ চলছে না। যে সব নাটকের মঞ্চায়ন চলছে, সেগুলোতে আমি নেই। আর আমি যে সব নাটকে আছি, সেগুলোর মঞ্চায়ন হচ্ছে না।

দ্য রিপোর্ট : টেলিভিশন নাটকের কি খবর?

তানিয়া : ধারাবাহিক নাটকেই বেশি কাজ করছি। এটিএন বাংলায় দুটি, এনটিভিতে দুটি এবং চ্যানেল নাইনে ১ টি ধারাবাহিক চলছে। এক ঘণ্টার নাটকে অভিনয় করছি না। যে সব নাটকে অভিনয় করার কথা ছিল, সে সব নাটকের শুটিং স্থগিত হয়েছে। সবগুলো নাটকই স্থগিত হয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে।

দ্য রিপোর্ট : উপস্থাপনা করছেন কি?

তানিয়া : স্পেশাল শো ছাড়া আমি উপস্থাপনা করি না। এখন নাটক নিয়েই বেশি ব্যস্ত।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/জানুয়ারি ০৮, ২০১৪)