কলকাতা প্রতিনিধি : অভিনব কৌশলে মোবাইল ফোনে স্বর্ণ পাচারের সময় বুধবার সকালে দমদম বিমানবন্দর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক দফতর৷ এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে কলকাতামুখী থাই এয়ারওয়েজ থেকে চার কিলো ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়৷ যার আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা৷

জানা যায়, গ্রেফতারকৃত যুবক নিজ মোবাইলের ভেতরে স্বর্ণ লুকিয়ে পাচার করছিল। বিষয়টি দফতরের আধিকারিক ও পুলিশের নজরে আসায় তারা তাকে জিজ্ঞাসাবাদ করে৷ এ সময় ওই যুবককে তল্লাশি করা হলে স্বর্ণ পাওয়া যায়৷

প্রসঙ্গত, গত মঙ্গলবারও কলকাতা বিমানবন্দরে ৩৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক দফতর৷

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/জানুয়ারি ০৮, ২০১৪)