গাজিয়াবাদে এএপির অফিসে হামলা
কলকাতা প্রতিনিধি : ভারতের গাজিয়াবাদে আম আদমি পার্টির (এএপি) অফিসে হামলা চালিয়েছে হিন্দুরক্ষা দলের একদল সমর্থক। ৫০-৬০ জনের একটি দল বুধবার সকাল ১১টায় এ হামলা চালায়।
অফিসের বাইরে থাকা সিসিটিভি’র (ক্লোজ সার্কিট ক্যামেরা) ফুটেজে দেখা গেছে, হিন্দুরক্ষা দলের পতাকা হাতে বিক্ষুব্ধ সমর্থকরা এএপির অফিসে ভাংচুর চালায়। এ সময় এএপি নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও স্লোগান দেয় তারা।
নামপ্রকাশে অনিচ্ছুক হিন্দুরক্ষা দলের এক নেতা এই হামলার দায় স্বীকার করে বলেন, ‘কয়েকদিন আগে কাশ্মীর নিয়ে এএপি নেতা প্রশান্ত ভূষণের মন্তব্যের জেরেই এই হামলা চালানো হয়েছে।’
প্রসঙ্গত, কিছুদিন আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা মোতায়েন রাখার ব্যাপারে সেখানকার জনগণের ভোট নেওয়া উচিত বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন প্রশান্ত।
(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ এনআই/জানুয়ারি ০৮, ২০১৪)