রাবির ভর্তি পরীক্ষা স্থগিত
রাবি সংবাদদাতা : ১৮ দলীয় জোটের টানা হরতাল-অবরোধের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত বৈঠক শেষে বুধবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জনান প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন।
তিনি বলেন, ‘১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং সংবাদপত্রে প্রকাশিত হবে।
উল্লেখ্য, রাবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রথম সময়সূচি দেওয়া হয় ১০ থেকে ১৪ নভেম্বর। ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে চতুর্থ দফায় ভর্তি পরীক্ষা পিছিয়ে ১০ থেকে ১৪ জানুয়ারি করা হয়েছিল। এবার পঞ্চম বারের মতো ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো।
(দ্য রিপোর্ট/এমএএ/এনডিএস/ এনআই/জানুয়ারি ০৮, ২০১৪)