শিল্পকলায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একডেমিতে বুধবার থেকে শুরু হয়েছে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে বুধবার সন্ধ্যা ৬ টায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’শীর্ষক ১০ দিনব্যাপী এ উৎসবে সুচিত্রা সেন ও উত্তম কুমার অভিনীত ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শনী শুরু হবে।
উৎসবের প্রথম দিন বুধবার প্রদর্শিত হয় ‘শিল্পী,’ ৯ জানুয়ারি ‘সবার উপরে,’ ১০ জানুয়ারি ‘সাগরিকা,’ ১১ জানুয়ারি ‘পথে হলো দেরি,’ ১২ জানুয়ারি ‘সপ্তপদী,’ ১৩ জানুয়ারি ‘একটি রাত,’ ১৪ জানুয়ারি ‘হারানো সুর,’ ১৫ জানুয়ারি ‘সাঁঝের প্রদীপ,’ ১৬ জানুয়ারি ‘সাড়ে চুয়াত্তর’ এবং ১৭ জানুয়ারি শেষ দিনে প্রদর্র্শিত হবে ‘ওরা থাকে ওধারে’।
(দ্য রিপোর্ট/এমএ/এপি/জানুয়ারি ০৮, ২০১৪)