সিলেটে জামায়াতের ২ নেতা কারাগারে
সিলেট অফিস : সিলেট জেলা (উত্তর) জামায়াতের আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান ও সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনকে কারাগারে পাটিয়েছেন আদালত। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
এসএমপির জালালাবাদ থানা পুলিশ বুধবার তাদের ওই মামলায় আদালতে হাজির করে। আদালত তাদের জেলে প্রেরণের নির্দেশ দেন।
তাদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দ্য রিপোর্টকে জানান, ১২ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ ও জামায়াত-শিবিরের হরতাল চলাকালে সিলেট শহরতলী টুকেরবাজার তেমুখীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়।
ওই সময় জেলা উত্তর জামায়াতের আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়।
(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/রা/জানুয়ারি ০৮, ২০১৪)