ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে ছাত্রদলের কর্মীরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চি করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার বেলা ১২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হওয়া হরতাল অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
মিছিল শেষে ডরমেটরি ভবনের গ্যারেজে রাখা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বহনকারী একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারলে আগুনে পুড়ে যায় বাসটি। বাসটি পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
(দ্য রিপোর্ট/বিআরবি/এমএইচও/রা/জানুয়ারি ০৮, ২০১৪)