পটুয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২
পটুয়াখালী সংবাদদাতা : জেলার কলাপাড়া উপজেলায় বুধবার জবাই করা এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া বাউফল সড়কের কাশিপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অপর এক ব্যক্তি নিহত হয়েছেন।
কলাপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) একেএম তারিকুল ইসলাম উভয় ঘটনার সত্যতা দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার শেষ বিকেলে টিয়াখালীর এক ডোবায় মোসলেম কবিরাজের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
অন্যদিকে, বাউফল উপজেলার কাশিপুর সড়কে বুধবার সন্ধ্যায় মটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলচালক মো. খলিল (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো দুজন গুরুতর আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ উভয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/রা/জানুয়ারি ০৮, ২০১৪)