কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাহমুদা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের ফাতেহাবাদ গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেনি।

মাহমুদার স্বজনরা জানায়, ফাতেহাবাদ জমাদার বাড়ির মো. মহসীন জমাদারের মেয়ে ও ফাতেহাবাদ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী মাহমুদা আক্তারকে একই গ্রামের মুন্সিবাড়ির হান্নান মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন মিয়া (২২) র্দীঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

এতে মাহমুদা সাড়া না দেওয়ায় একপর্যায়ে তার পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করায় হোসেন ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে মাহমুদার ঘাড়ে ছুরিকাঘাত করে। এ সময় মাহমুদার চিৎকারে স্থানীয়রা ধাওয়া দিলে হোসেন নিজের গলায় নিজেই ছুরিকাঘাত করে।

আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/জানুয়ারি ০৮, ২০১৪)