দ্য রিপোর্ট প্রতিবেদক : সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘুদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছে ঐক্য ন্যাপ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বিকেলে এক মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, নির্বাচনকে নিয়ে ঢাকার বাইরে সংখ্যালঘুদের ওপর যে সকল হামলা হয়েছে, সে সম্পর্কে প্রশাসনকে আগে জানানোর পরও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। রাষ্ট্র তার দায়িত্ব ঠিকভাবে পালন করে নি। তাই এ সরকার ব্যর্থ। দেশ পরিচালনা করছে একটি অকার্যকর সরকার।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করার পরও এ সকল সহিংস ঘটনা অব্যহত রয়েছে। তাই জনগণকেই সকল সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, প্রেসিডিয়াম সদস্য এস এম সবুর, সফুর আলী, হারুনুর রশিদ ভূইয়া, লায়লা খালেদা, আমীর উল ইসলাম ভূইয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)