ব্রাহ্মণবাড়ীয়ায় এক নারীর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়ীয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়ীয়া শহর বণিক পাড়ার খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের ছাদ থেকে পড়ে হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা লিপিকা গোমেজের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালের পিছনে একটি টিনশেড বাড়ির পিছন থেকে লিপিকা গোমেজের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি ঢাকায়। তিনি ৩ সন্তানের মা।
পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা জানান, লিপিকা গোমেজ ছাদ থেকে পড়ার শব্দ শুনে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দৌঁড়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মৃত্যু রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
(দ্য রিপোর্ট/এসকে/এফএস/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)