দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠান ও উপাসানলয়ে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই দাবি করে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিশন গঠন করে দোষীদের চিহিৃত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি জানান।

তিনি অভিযোগ করে বলেন, সরকারদলীয় ক্যাডাররা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা এবং ভাঙচুর করে জামায়াতের ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র করছে। তিনি এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

(দ্য রিপোর্ট/কেএ/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)