কক্সবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়াস্থ রেজুখালের মোহনা থেকে বুধবার বিকেল ৫ টায় ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দ্য রিপোর্টকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ২৬ বছর। পরনে জিন্স পেন্ট ও সবুজ রঙের একটি গেঞ্জি রয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
(দ্য রিপোর্ট/এসএএম/এমএইচও/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)