গোপালগঞ্জ সংবাদদাতা : বাড়ি থেকে তিন হাজার টাকা নিয়ে জুতা কিনতে জেলা শহরে যাচ্ছিল মাদ্রাসা ছাত্র আহাদ খান (১২)। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কারণে তার সে আশা পূরণ হলো না।

বাসে প্রচণ্ড ভিড় থাকার কারণে ছাদে ওঠে আহাদ। বাসটি দ্রুতগতিতে গন্তব্যের দিকে যখন ছুটে চলছিল তখন হঠাৎ করে বাসের ছাদ থেকে পড়ে আহাদ গুরুতর আহত হয়।

বুধবার সকালে ঘটনাটি ঘটে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের কাজুলিয়া নামক স্থানে। গুরুতর আহত আহাদ খানকে পথচারীরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহাদ কোটালীপাড়া উপজেলার চৌরখালি গ্রামের এমদাদ খানের ছেলে। সে কাজুলিয়া মাদ্রাসার ছাত্র।

(দ্য রিপোর্ট/আরএসকে/এপি/জানুয়ারি ০৮, ২০১৪)