আবারও পেছাল দশ ট্রাক অস্ত্র মামলার শুনানি

চট্টগ্রাম সংবাদদাতা : হরতালের কারণে আবারো পেছালো চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার শুনানি। নিধারিত দিন বুধবার মামলাটির শুনানি হয়নি।
পিপি অ্যাডভোটেকট মো. কামাল জানান, জেলা দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু আইনজীবী অনুপস্থিত থাকায় যুক্তি তর্ক হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি।
২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে পিপি মুজিবর রহমান। ২০০৪ সালে চট্টগ্রামে সিপিইউএল ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/জানুযারি ০৮, ২০১৪)