দ্য রিপোর্ট ডেস্ক : খারাপ আবহাওয়ার কারণে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার কার্যক্রম ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতুবি করেছে কায়রোর একটি আদালত। খবর আলজাজিরার।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, কুয়াশার কারণে বুধবার আলেকজান্দ্রিয়ার ভূমধ্যসাগরীয় শহরের কাছে একটি জেল থেকে হেলিকপ্টারযোগে মুরসিকে আনা সম্ভব হয়নি।

মুরসি ও মুসলিম ব্রাদারহুডের ১৪ জন নেতাকে ২০১২ সালের ডিসেম্বরে কায়রোর প্রেসিডেন্সিয়াল ভবনের বাইরে বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে বিচার করা হচ্ছে। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছিল।

এটি মুরসির বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগের একটি। তিনটি মামলায়ই তার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুরসিকে বুধবার বিচারের মুখোমুখি না করতে খারাপ আবহাওয়ার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবী মোহাম্মদ সেলিম আল-আওয়া। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। কর্তৃপক্ষ চায়নি বিচার কার্যক্রম ও আগামী নির্বাচনে বিক্ষোভ কোনো বাধার সৃষ্টি করুক।’

মিসরে ১৪ ও ১৫ জানুয়ারি সাংবিধানিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, বুধবারও কায়রোর নাসির শহরে মুরসি সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ০৮, ২০১৪)