কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের অনেকেই রাজনৈতিক মামলার আসামি।

গ্রেফতারকৃতদের মধ্যে কুড়িগ্রাম সদর থানায় ১০ জন, রাজারহাট থানায় ৫ জন, ফুলবাড়ী থানায় ৩ জন, নাগেশ্বরী থানায় ৭ জন, ভুরুঙ্গামারী থানায় ৩ জন, কচাকাটা থানায় ২ জন, উলিপুর থানায় ৫ জন, চিলমারী থানায় ৫ জন, রাজিবপুর থানায় ১ জন ও রৌমারী থানায় ২ জন।

জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা ও কুড়িগ্রাম-৪ আসনে স্থগিত ভোট কেন্দ্রে ভোটগ্রহণে বাধার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/ জেআইজে/এপি/জানুযারি ০৮, ২০১৪)