লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের উত্তর হরিশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রবিবার ভোট চলাকালে নির্বাচন বিরোধীদের হামলা ও অগ্নিসংযোগের সময় পুলিশের খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

উত্তর হরিশ্চর গ্রাম থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় বুধবার সন্ধ্যায় পিস্তলটি উদ্ধার করে।

দ্য রিপোর্টকে রামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহিম জানান, অভিযান চালিয়ে পুলিশের নাইন এমএম পিস্তলটি উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায় নি।

(দ্য রিপোর্ট/এমআরএস/এমএইচও/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)