মেহেরপুর সংবাদদাতা : রাজধানী ঢাকার মালিবাগ থেকে অপহৃত এক বছর বয়সী শিশুকন্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরণের সাতদিন পর মেহেরপুরে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় অপরহণে জড়িত একজনকে আটক করা হয়।

আটক অপহরণকারী মেহেরপুর মোনহরপুর গ্রামের আসর আলীর ছেলে রায়হান।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার নেতৃত্বে একটি টিম মেহেরপুর শহর থেকে অপহরণকারী রায়হানকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার মোনহরপুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশুকন্যা জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এমআর/এমএইচও/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)