চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে আহত ঈসমাইল (২৪) নামে আরো এক যুবক মারা গেছে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫টায় তিনি মারা যান।

ডাকাতি করে পালানোর সময় মঙ্গলবার রাতে গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় জাবেদ (২২) নামে আরো এক যুবক। আহতাবস্থায় ঈসমাইল (২৪) নামে আরো এক ডাকাতকে চট্ট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ নিয়ে গণপিটুনিতে মারা গেল দুই ডাকাত।

ফতেহপুর এলাকায় জনৈক হাশেমের বাড়িতে মঙ্গলবার রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা দরজা ভেঙ্গে পাশাপাশি দু’টি ঘরে প্রবেশ করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে আক্রান্ত বাড়ি ঘেরাও করে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে ধরে ফেলে গণপিটুনি দেয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)