পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতা নিহত
খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম লোগাং-এ দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নব কুমার ত্রিপুরা (৪০) নিহত হয়েছেন। তিনি লোগাং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে দলীয় সূত্র দাবি করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল সশস্ত্র উপজাতীয় যুবক নব কুমার ত্রিপুরাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া দ্য রিপোর্টকে অভিযোগ করে বলেন, ‘এ হত্যাকাণ্ডের জন্য উপজাতীয় সন্ত্রাসীরা দায়ী।’
(দ্য রিপোর্ট/এইচএমপি/এমএইচও/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)