দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু কেজরিওয়ালের
দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির মসনদে বসে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। ঝাড়ু প্রতীক নিয়ে দুর্নীতি দূর করতে ক্ষমতায় আসা আম আদমি পার্টির (এএপি) প্রধান এবার দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু করলেন। খবর এনডিটিভির।
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি কর্মকর্তাদের ছাঁটাই, বিনামূল্যে পানি বিতরণ, বিদ্যুৎ বিল কমানো, সরকারি বাড়ি না নেওয়ার মতো বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার চালু করলেন দুর্নীতিবিরোধী হেল্পলাইন। এর ফলে এখন থেকে সাধারণ জনগণ যেকোনো দুর্নীতির তথ্য সরাসরি সরকারকে জানাতে পারবে।
নিজ কার্যালয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হেল্পলাইনের নাম্বার দেন ৪৫ বছর বয়সী এই নেতা। এখন থেকে দুর্নীতির যেকোনো তথ্য (০১১) ২৭৩৫৭১৬৯ এই নাম্বারে ফোন করে দেওয়া যাবে।
সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘এই ঘোষণা দিল্লির প্রত্যেক নাগরিককে দুর্নীতিবিরোধী পরিদর্শকে পরিণত করেছে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘এর উদ্দেশ্য হল প্রত্যেক দুর্নীতিবাজের মনে ভীতি সঞ্চার করা।’
এ নাম্বারটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা চেষ্টা চালাচ্ছি চারটি সংখ্যার একটি হেল্পলাইন নাম্বার চালু করার, যাতে এটা মনে রাখা সহজ হয়।’
দিল্লির বিধানসভা নির্বাচনে এএপি’র প্রধান মূলনীতি ছিল দুর্নীতি দূর করা। দলটির ইশতেহার বাস্তবায়নের একটি পদক্ষেপ হিসেবেই এ হেল্পলাইন চালু করা হল।
দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ২০১২ সালের শেষের দিকে এএপি’র সৃষ্টি হয়। মাত্র এক বছরের মাথায়ই দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ২৮টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসে দলটি। মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির প্রধান ও গান্ধীবাদী আন্না হাজারের সহকর্মী অরবিন্দ কেজরিওয়াল।
আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনেও প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এএপি।
(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ০৮, ২০১৪)