শরীয়তপুরে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী গ্রেফতার
শরীয়তপুর সংবাদদাতা : জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পুলিশ সুপার মীর আ. সাত্তার জানান, নাশকতা করতে পারে এ আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন- পালং থানায় যুবদল নেতা রাজিব মোল্যা, মনিরাজ মোল্যা, জামায়াত নেতা মাওলানা আ. সালাম, আ. জব্বার ঢালী, বিএনপি নেতা জসিম মুন্সি, চুন্নু হাওলাদার ও আবু আলেম তালুকদার।
ভেদরগঞ্জ থানায় যুবদল নেতা রাজিব ভূইয়া, জামায়াতের ভেদরগঞ্জ উপজেলার আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি সেকান্দর মুন্সি।
সখিপুর থানা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামাল ও সখিপুর থানা ছাত্রশিবির সভাপতি হযরত আলী।
ডামুড্যা পৌরসভা জাতীয়তাবাদী তরুন দলের সভাপতি শরীয়ত উল্লাহ ও যুবনেতা লিয়ন বেপারী।
গোসাইরহাট থানার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোসাইরহাট ইউপি চেয়ারম্যান তারেক আজিজ মোবারক ঢালী, গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. সালাম পেদা, ছাত্রদল নেতা রাসেল, সাইফুল ও মিঠুন।
নড়িয়া থানার কেদারপুর ইউনিয়নের যুবদল সভাপতি রুবেল ঢালী, বিএনপি নেতা হরমুজ মুন্সি, আবু তাহের চৌকিদার ও আবু তাহের বেপারী প্রমূখ।
এ ছাড়া গোসাইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা বিএনপি নেতা বাবুল খান, জেলা ছাত্রদলের আহবায়ক জামাল উদ্দিন বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত গ্রেফতার হওয়া বিএনপি-জামায়াত নেতাকর্মীদের থানা হাজতে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএইচএস/এমএআর/জানুয়ারি ০৮, ২০১৪)