যশোরে পেট্রোলবোমায় ট্রাকচালক ও হেলপার দগ্ধ
যশোর সংবাদাদাতা : যশোরে সারবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় চালক ডালিম হোসেন ও হেলপার সোহাগ দগ্ধ হয়েছেন। ডালিমের অবস্থা আশঙ্কাজনক।
যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ এ বিষয়ে দ্য রিপোর্টকে বলেন, ট্রাকে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয়।
ট্রাকচালক ডালিম দ্য রিপোর্টকে জানান, নওয়াপাড়া থেকে ইউরিয়া সার বোঝাই করে তারা ট্রাকটি নিয়ে বাগআঁচড়ার দিকে যাচ্ছিলেন। গাজীর দরগাহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে একটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে হেলপার ও সে দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দ্য রিপোর্টকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মনিরুজ্জামান জানান, আহতদের মধ্যে চালক ডালিমের অবস্থা আশঙ্কাজনক। তার হাত, পা ও মুখ আগুনে ঝলসে গেছে।
(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/জানুয়ারি ০৮, ২০১৪)