পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার বন্ধ
মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চালের ২১ জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে। বুধবার রাত ১২ টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর ফলে নদীর উভয় পাড়ে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বুধবার সন্ধ্যার দিকে তেমন কুয়াশা না পড়লেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। রাত ১২টার দিকে কুয়াশার পরিমান বেড়ে যায় ও ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। আটকা পড়া ফেরিগুলো হচ্ছে- বীরশ্রেষ্ঠ বরকত, শাহ আলী ও আমানত শাহ।
তিনি আরো জানান, কুয়াশা কমে গেলে আবার ফেরি পারাপার চালু করা হবে। ঘাট এলাকায় যে পরিমান গাড়ি রয়েছে তা পারাপার করতে বেশি সময় লাগবে না বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এনএস/এমডি/ জানুয়ারি ০৯, ২০১৪)