বরিশাল সংবাদদাতা : গ্রেফতার আতঙ্ক আর পুলিশের কঠোর অবস্থানের কারণে টানা অবরোধে বৃহস্পতিবার বরিশালের কোথাও পিকেটিং হয়নি। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সেলিমা রহমানের আটকের প্রতিবাদে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষদিনে কোথাও হরতাল সমর্থকরা বের হতে পারেননি।

দূরপাল্লার বাসচলাচল বন্ধ ছাড়া অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি বরিশালে। সকাল থেকেই অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চচলাচল করছে। নগরীতে যানচলাচল স্বাভাবিক আছে। অফিস-আদালত, ব্যাংক- বীমার কার্যক্রম চলছে।

পুলিশ সূত্র জানায়, সকাল থেকে কোথায়ও নগরীতে অবরোধ সমর্থকদের দেখা যায়নি। বাবুগঞ্জ-মুলাদী উপজেলাতেও কোনো পিকেটিং হয়নি। রূপাতলী বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ রুট পিরোজপুর ও খুলনা ছাড়া সব রুটে বাস ছেড়েছে। লঞ্চচলাচল স্বাভাবিক আছে। নগরীর ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে এবং যানচলাচল করছে।

আইনশৃঙ্খলা রক্ষায় ৪০০ পুলিশের পাশাপাশি এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাবের টহল দল রয়েছে বলে জানান নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ দ্য রিপোর্টকে জানান, জেলার বাবুগঞ্জ-মুলাদীতে হরতাল বা অন্য উপজেলায় অবরোধে কোনো নাশকতার ঘটনা নেই। কেবল বাবুগঞ্জ থানা পুলিশ নাশকতার অভিযোগে একজনকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/জানুয়ারি ৯, ২০১৪)