মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নৌরুটে লঞ্চ ও সি-বোর্ড চলাচলও বন্ধ রয়েছে।

বুধবার রাত ২টার দিকে মাঝ পদ্মায় মাগুরখণ্ড ও হাজরা চ্যানেলে ৬টি ফেরি কুয়াশার কারণে নোঙর করে রাখতে হয়। এরপর থেকে কুয়াশা বাড়তে থাকলে রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার কারণে নৌরুটের লঞ্চ, সি-বোর্ড ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।

মাওয়া প্রান্তের বিআইডব্লিউটিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, কুয়াশার কারণে বয়াবাতি দেখতে না পাওয়ায় পদ্মার দুটি পয়েন্টে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ ৬টি ফেরি বেশ কিছু যানবাহন নিয়ে নোঙর করে রাখে। ফেরিগুলোতে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। তবে কুয়াশা কেটে গেলে এ রুটে ফেরি চলাচলা শুরু হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/জানুয়ারি ৯, ২০১৪)