জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের দুর্গদহ বাজারে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আলুবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের বেশির ভাগ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দলের সদস্য জাহানুল ইসলাম জানান, ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে বেশ কিছু টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের মারধর করা হয়। এক পর্যায়ে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ কাজ করেছে তা জানাতে পারেননি ওই সদস্য।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার দ্য রিপোর্টকে জানান, ট্রাকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/এএএম/এএস/জানুয়ারি ৯, ২০১৪)