পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপার চালু
মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার চালু হয়েছে। এ সময় উভয় পাড়ে আটকা পড়ে থাকা শত শত পণ্যবাহী ট্রাক, বাস, মিনিবাসসহ বিভিন্ন গাড়ি পারাপার করা হচ্ছে।
বুধবার রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি পারাপার বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় আবার ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল দ্য রিপোর্টকে জানান, মাঝ নদীতে আটকে থাকা ফেরিঘাট এলাকায় এসে পৌঁছেছে। এদিকে আটকে থাকা গাড়ি পারাপার করা হচ্ছে।
তিনি আরও জানান, সকালে কুয়াশা কমে গেলে আবার ফেরি পারাপার চালু করা হয়। ঘাট এলাকায় যে পরিমাণ গাড়ি রয়েছে তা কিছুক্ষণের মধ্যেই পারাপার করা শেষ হবে।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/জানুয়ারি ৯, ২০১৪)