মোড়েলগঞ্জে মন্দিরে আগুন
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি সর্বজনীন পূজামণ্ডপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কচুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রতিমাসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুধবার রাত ১টার দিকে স্থানীয় সুনীল ঠাকুরের বাড়ির পাশের সর্বজনীন দুর্গামন্দিরে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মন্দির ঘর, প্রতিমাসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
(দ্য রিপোর্ট/এএস/এএস/জানুয়ারি ৯, ২০১৪)