রওশনের নেতৃত্বে জাপার ৩১ সদস্যের শপথ
দ্য রিপোর্ট প্রতিবেদক : পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের অনুপস্থিতিতে রওশন এরশাদের নেতৃত্বে সংসদ সদস্যের শপথ নিলেন জাতীয় পার্টির ৩১ সদস্য।
জাতীয় সংসদের শপথ কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী শপথ বাক্য পাঠ করান।
দেশের বাইরে থাকায় জাতীয় পার্টির নাসিম ওসমান শপথ নিতে পারেননি। তাকে শনিবারের মধ্যে শপথ নিতে হবে।
তবে ‘শপথ গ্রহণের সময় বাড়ানোর সুযোগ রয়েছে’ বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এরশাদের শপথ গ্রহণ প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, ‘তার বিষয় তাকেই জিজ্ঞাস করুন।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, ‘আজকে তার সংসদে আসার সম্ভাবনা কম।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ জন নির্বাচিত হওয়ার পর গত ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি থেকে আরো ১৩ জন সদস্য নির্বাচিত হন। তাদের নামে বুধবার গেজেট প্রকাশ করা হয়।
(দ্য রিপোর্ট/আরএইচ/জেএম/জানুয়ারি ০৯, ২০১৪)