ফেনী সংবাদদাতা : ফেনীতে হরতাল সমর্থকদের দেওয়া আগুনে পুড়ে আহত সিএনজি অটোরিক্সাচালক সাহাব উদ্দিন মারা গেছেন। আহত হওয়ার ৫ দিন পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এক কন্যা সন্তানের বাবা সাহাব উদ্দিন (৩৫) ফেনী সদরের কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নুরেজ্জামানের ছেলে।

ফেনী শহরের ট্রাংক রোড়ে শনিবার দুপুরে একটি অটোরিক্সায় আগুন দেয় হরতাল সমর্থকরা। আগুনে গাড়িটি পুড়ে যায় ও চালক সাহাবউদ্দিন দগ্ধ হন।

তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই সময় ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসিম কুমার সাহা জানিয়েছিলেন, আগুনে সাহাব উদ্দিনের ৪০ শতাংশ পুড়ে গেছে।

ফেনী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এএল/জানুয়ারি ৯, ২০১৪)