কুষ্টিয়া সংবাদদাতা : ৫ দফা দাবিতে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী মিশন স্কুল বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে শহরের এনএস রোডে অবস্থিত মিশন স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়ে সমাবেশ করেন বিক্ষুব্ধ অভিভাবকরা।

আন্দোলনরত অভিভাবকরা স্কুলে তাদের সন্তানদের ভর্তিতে বেতনসহ বিভিন্ন খাতে ফি বেশি নেওয়ার অভিযোগ করেন। এ ছাড়াও অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগে মিশন স্কুলের প্রধান শিক্ষক মনিতা মানখিনর অপসারণ দাবি করেন তারা।

যতক্ষণ এ সব দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন অভিভাকদের সংগঠন অভিভাবক ফোরামের আহ্বায়ক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদ, সদস্য সচিব হাসান আলী, যুগ্ম আহ্বায়ক চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এসএম কাদেরী সাকিল প্রমুখ।

ফারুক আহমেদ পিনু

কুষ্টিয়া।