মাওয়ায় ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
মাদারীপুর সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হয়েছে এ রুটের অন্যান্য নৌযান চলাচল। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে মাওয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে কুয়াশার কারণে ভোর থেকে বন্ধ থাকা এ রুটের লঞ্চ ও সি-বোর্ড চলাচল স্বাভাবিক হয় সকাল ১০টা থেকে।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ম্যানেজার এমএ বাতেন দ্য রিপোর্টকে জানান, কুয়াশা কেটে যাওয়ায় ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার রাত ২টার দিকে পদ্মার মাগুরখণ্ড ও হাজরা চ্যানেলে কুয়াশার কারণে ৬টি ফেরি বয়াবাতি দেখতে না পাওয়ায় নোঙর করে রাখতে হয়। এরপর থেকেই কর্তৃপক্ষ এ রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়।
যাত্রীরা জানান, তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘণ্টার পর ঘণ্টা ঘাটেই বসে থাকতে হচ্ছে। দিনে আবার অবরোধের ভয়ও আছে।
(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/এএল/জানুয়ারি ৯, ২০১৪)