ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কলেজছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের শেরপুর এলাকায় ট্রাকচাপায় নিপা আক্তার (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী ট্রাকটি আটক করেছে।
নিহত কলেজছাত্রী নিপা দক্ষিণ পৈরতলা এলাকার কনু মিয়ার মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. বায়েজিদ জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। তার মৃতদেহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এএ/এএস/এএল/জানুয়ারি ৯, ২০১৪)