দ্য রিপোর্ট ডেস্ক : ‘ব্রাইটেস্ট ইয়ং স্টার’ নামক বিশ্বের ৩০ বছরের কম বয়সী শীর্ষ উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ফোর্বস সাময়িকী। বাৎসরিক ভিত্তিতে প্রকাশিত তালিকায় এ বছরের শীর্ষ ৪৫০ জনের মধ্যে ২৩ জন ভারতীয় তরুণ উদ্যেক্তাও রয়েছেন। অর্থনীতি, গণমাধ্যম, খেলাধুলা, শিক্ষাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে অবদানের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে ফোর্বস। খবর এনডিটিভি।

এ ছাড়াও ফোর্বস তৃতীয়বারের মতো ‘৩০ আন্ডার ৩০’ তরুণ অর্জনকারীদের তালিকা প্রকাশ করেছে। ৩০ বছরের কমবয়সী শীর্ষ ৩০ অর্জনকারীদের ১৫টি ভিন্ন ক্যাটাগরিতে তালিকাবদ্ধ করা হয়েছে। এ সব তরুণ তারকাদের মধ্যে জাস্টিন বেইবার, মিলি সাইরাস, টেইলর সুইফটরাও রয়েছেন। এ ছাড়াও ভারতীয়দের মধ্যে আছেন শর্ট ফর্ম ব্লগিং প্লাটফর্মের সিইও টামব্লার ডেভিড কার্প। এতে আরো আছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা ও পাকিস্তানী মালালা ইউসুফজাই।

ফোর্বসের পক্ষ থেকে বলা হয়, তরুণদের উচ্চাকাঙ্খী হওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময়। এর আগে কখনই তরুণরা এমন সুযোগ পায়নি।

এতে বলা হয়, এ সব তরুণ উদ্যোক্তারা কখনই একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করেননি। তাদের বিশাল উচ্চাকাঙ্খা ছিল, যা এই ডিজিটাল বিশ্বের জন্য উপযুক্ত।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/এএল/জানুয়ারি ৯, ২০১৪)