ডিএসই’র নির্বাচন
মনোনায়ন পত্র সংগ্রহের শেষ তারিখ ২২ জানুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনে মনোনায়ন পত্র সংগ্রহের শেষ সময় আগামী ২২ জানুয়ারি। ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী নতুন পর্ষদে চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহীরা আগামী ১৬ জানুয়ারি থেকে মনোনায়ন পত্র সংগ্রহ করতে পারবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনায়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জানুয়ারি। এদিন যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ জানুয়ারি।
নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ দাখিলের শেষ সময় আগামী ১৯ জানুয়ারি। অভিযোগের শুনানী অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।
এর আগে গত ৭ জানুয়ারি ডিএসইর বোর্ড সভায় ১২ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একইসঙ্গে ডিএসইর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ডিএসই কর্তৃপক্ষ।
এ নির্বাচনে ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগ পাবেন।
‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টর ইলেকশন রেগুলেশন-২০১৪’ অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসই পর্ষদে ১৩জন পরিচালক থাকবেন। নির্বাচনের মাধ্যমে ৪জন শেয়ারহোল্ডার পরিচালক, মনোনায়নের মাধ্যমে ৭ জন স্বতন্ত্র পরিচালক, একজন স্ট্রাটেজিক ইনভেস্টর পরিচালক এবং স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে পর্ষদ গঠিত হবে।
তবে স্ট্র্যাটেজিক ইনভেস্টর ডিরেক্টর (কৌশলগত বিনিয়োগকারী পরিচালক) না পাওয়ায় এ পদটি খালি থাকবে বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/জানুয়ারি ৯, ২০১৪)