এঞ্জেলা মার্কেলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ
দ্য রিপোর্ট ডেস্ক : ফোনে আড়িপাতার ঘটনায় সৃষ্ট ক্ষোভ প্রশমিত করতে হোয়াইট হাউজে আতিথেয়তা গ্রহণের জন্য জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলকে আমন্ত্রণ জানালেন ওবামা। বুধবার ওবামা টেলিফোনে জার্মান চ্যান্সেলরকে এ আমন্ত্রণ জানান বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়। খবর এনডিটিভির।
ধারণা করা হচ্ছে, ওবামার এ আমন্ত্রণ যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে সুসম্পর্ক পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রাখবে। গত বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এঞ্জেলা মার্কেলের ফোনে আড়িপাতার ঘটনা প্রকাশিত হলে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়।
এ দিকে জার্মান চ্যান্সেলরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এঞ্জেলা মার্কেল মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, ফোনালাপের সময় দুই নেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক চুক্তি ও আসন্ন ন্যাটো সম্মেলন নিয়ে আলোচনা করেছেন।
(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/জানুয়ারি ০৯, ২০১৪)