দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘এরশাদের শপথের তারিখ ঠিক হয়নি। শপথের দিনক্ষণ পরে জানানো হবে।’ বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় সংসদ ভবনের নিচে অক্ষেপমান সাংবাদিকদের তিনি একথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘চলমান সংকট সমাধানে সব দলের ঐক্য দরকার। সংকট নিরসনে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সংসদ ভবন থেকে বেরিয়ে দুপুর ১টার দিকে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমরা বিরোধী দলেও থাকবো মন্ত্রীসভায়ও থাকবো। জাতীয় ঐক্য মতে সরকার গঠন হবে।’ এছাড়া বিকেলের দিকে এরশাদ শপথ নিতে পারেন বলে আশা প্রকাশ করেন কাজী ফিরোজ রশীদ।

(দ্য রিপোর্ট/সাআ/এফএস/এমসি/জানুয়ারি ০৯, ২০১৪)