বগুড়া সংবাদদাতা : বগুড়ায় জেলা জামায়াতের আমিরসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত ও দোকানপাট খোলা রয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বগুড়া রেলস্টেশন মাস্টার বেলাল হোসেন দ্য রিপোর্টকে জানান, ভোর থেকে বগুড়া রেলস্টেশন থেকে লালমনিরহাট ও সান্তাহার রুটে সব ট্রেন ছেড়ে গেছে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম দ্য রিপোর্টকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এফএস/এএস/জানুয়ারি ০৯, ২০১৪)