দ্য রিপোর্ট প্রতিবেদক : সংকট সমাধানে প্রধান বিরোধীদল বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করার আহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সংসদ ভবনের নিচে অপেক্ষমান সাংবাদিকদের বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, এখনও বলছি জামায়াতকে ছেড়ে আসুন আলোচনায় বসুন।

তিনি বলেন, বর্তমান সংসদই সংকট নিরসনে ভূমিকা রাখবে। বিরোধীদল না থাকার প্রসঙ্গে বলেন, বিরোধী দল তো আগেও সংসদে আসেনি। সংসদ কি চলেনি?

(দ্য রিপোর্ট/সাআ/এফএস/জেএম/জানুয়ারি ০৯, ২০১৪)