সাভার সংবাদদাতা : সাভারে শ্রমিক অসন্তোষের মুখে একটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার এমট্রানেট লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সাভারের রাজাশন এলাকার এমট্রানেট লিমিটেড নামক পোশাক কারখানায় ডিসেম্বর মাসের বেতন বুধবার শ্রমিকদের দেওয়া হয়। এদিকে বেতন দেওয়ার পর বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে একই পদের অন্য শ্রমিকদের সঙ্গে বেতনের বৈষম্য থাকায় তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। শ্রমিকরা কাজ না করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে কারখানাটি বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যান।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক কে আর সোহেল জানান, শ্রমিকরা সকালে কারখানায় এসে বেতন বৈষম্যের অভিযোগ তুলে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করে। তাদের বেতন বৈষম্যের বিষয়টি সমাধানের নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও তারা কারখানার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এ ব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্টকে জানান, শ্রমিক অসন্তোষের মুখে পোশাক কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/জানুয়ারি ৯, ২০১৪)