সাতক্ষীরায় যুবকের মৃতদেহ উদ্ধার
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দুরন্দা খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন দ্য রিপোর্টকে জানান, সকাল ১০টার দিকে দুরন্দা খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/আরকে/জানুয়ারি ৯, ২০১৪)